বুধবার, ১৯ জুলাই, ২০১৭

নিঝুম দ্বীপের আদ্যপান্ত

বঙ্গোপসাগরের কোলো জেগে ওঠা এক নিঝুম অঞ্চল নিঝুম দ্বীপ। প্রথমে স্থানীয় জেলেরা দ্বীপটি আবিষ্কার করে। শীতকালে এখানে হাজার হাজার অতিথি পাখির সমাবেশ ঘটে। জেলেদের ধরা নানারকম মাছ শুকানোর জন্য এটি একটি আদর্শ স্থান হিসেবে ব্যবহুত হতে থাকে। নিঝুম দ্বীপে ছয়টি বড় বাজার আছে। বাজারগুলিতে প্রধানত চাল-ডাল ও ঔষধের দোকান, মনোহারী সামগ্রীর দোকান ও কিছু খাবারের দোকান আছে। গোটা দ্বীপাঞ্চলে শুধু এই বাজারগুলিতেই জেনারেটর উৎপাদিত বিদ্যুতের ব্যবস্থা আছে আছে সৌর বিদ্যুৎ। বাংলাদেশ সরকারের বন বিভাগ নিঝুম দ্বীপে উপকূলীয় বনাঞ্চল গড়ে তুলেছে। এখানে বনবিভাগের একটি বাংলোও রয়েছে।এখানকার বন এলাকায় প্রায় পাঁচ হাজার চিত্রা হরিণ আছে। গাছগাছালির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গাছ কেওড়া, যা স্থানীয়ভাবে কেরফা নামে পরিচিত।


মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

বিছনাকান্দি

এই ভরা বর্ষাতেই ট্রেকিং করে বিছনাকান্দি ঘুরে আসলাম। সময়-সুযোগ-টাকা এই তিনটা জিনিস কখনোই একত্র করতে পারি না। তাই বন্ধু-বান্ধব রা প্ল্যান করলে যেতে পারি না। এর জন্য একা একাই ঘুরতে হয় আমাকে। ৩ দিনে সিলেট শহর ও শহরের কাছাকাছি পর্যটন স্পট গুলো ঘুরেছি। সব একদিনে লেখার সময় পাব না তাই একটা একটা করে লিখছি। আজকের টপিক বিছনাকান্দি। ঢাকা থেকে হিসেব করলে বিছনাকান্দি ঘুরে আসতে ১২০০ টাকা (একা) খরচ হবে। জ্বী, শুধু ১২০০ টাকাই। 
 (ট্রেকিং করলে ১১০০)

জিন্দা পার্ক

কম খরচ এবং কম সময়ের মধ্যে ঘুরে আসার জন্য পারফেক্ট জায়গা।আমার মত যারা শহুরে পরিবেশের সাথে অভ্যস্ত তাদের যায়গাটা ভালো লাগবে।
জিন্দা পার্ক ডুকতে হলে ১০০ টাকা দিয়ে টিকিট নিতে হবে। সেখানে মাটির ঘর, পুকুর, বিভিন্ন ফল ফুল এর গাছ, মসজিদ, স্কুল-কলেজ, লাইব্রেরী সব কিছুই পাবেন।


বাংলাদেশের ভাসমান পেয়ারা বাজার

বাংলাদেশের ভাসমান পেয়ারা বাজার বসে জলের দেশ বরিশাল এর দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠী স্বরূপকাঠীর বিভিন্ন জায়গায় । এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভিমরুলি, আটঘর, কুড়িয়ানা বাজার। অনেকে এই ভাসমান বাজার সমুহকে থাইল্যান্ড এর ফ্লোটিং মার্কেট এর সাথে তুলনা করে থাকেন। প্রতিদিন কয়েক হাজার মন পেয়ারা বেচাকিনি হয় এই অঞ্চলে। দূর দুরান্ত থেকে নদীপথে পাইকাররা এসে এখানে পেয়ারা কিনে।



৫০০ টাকায় ঘুরে আসুন নাপিত্তাছড়া

যারা নাপিত্তাছড়া ট্রেইলে গিয়েছেন তাদের কিছু বলার নেই কিন্তু যারা যাইনি তারা আমার এই পোস্টটা একবার হলেও পড়বেন। আশা করবো আপনাদের নাপিত্তাছড়া ঘুরে আসতে কোন প্রব্লেম হবে না।
আমরা চিটাগাং এর উপর দিয়ে বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি,, খাগড়াছড়ি প্রায় যাই কিন্তু আমাদের সবার কাছেই অজানা রয়ে গেলো সীতাকুণ্ড এবং মিররসরাই এর ঝরনাধারা/ ঝিরিপথগুলো। কতটা সুন্দর এই ঝরনাগুলো এবং ঝিরিপথ গুলো যারা গিয়েছে শুধুমাত্র তারাই বুঝবে।

রবিবার, ৯ জুলাই, ২০১৭