শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭

বঙ্গবন্ধু নভোথিয়েটার- ঢাকা

বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শহর এবং বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা যার গোড়াপত্তন হয়েছিল খ্রিস্টিয় ৭ম শতক থেকে। প্রাচীন শহর হওয়ার কালের বিবর্তনে বিভিন্ন শসনামলে এই ঢাকায় গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা তথা বিনোদন কেন্দ্র। তাছাড়া বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা হওয়াতে এখানে গড়ে উঠেছে আধুনিক সব বিনোদন কেন্দ্র যার জন্য দেশি-বিদেশীর পর্যটকে মুখড়িত থাকে এ ঢাকা। মোট কথা ঢাকা হচ্ছে বাংলাদেশ ভ্রমনের কেন্দ্রবিন্দু।

বঙ্গবন্ধু নভোথিয়েটার- ঢাকা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বা ভাসানী নভো থিয়েটার বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরনিতে অবস্থিত একটি স্থাপনা। এখানে নভোমন্ডল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং নভো মন্ডলের ধারণা পাওয়ার জন্য কৃত্রিম নভোমন্ডল তৈরি করা আছে।