সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

মাত্র ২৪০০ টাকায় দুই দিনে ঘুরে আসুন বিলাইছড়ির মুপ্পোছড়া,ন'কাটা ছড়া ও ধূপপানি ঝর্না।

ঢাকা-কাপ্তাই এর সরাসরি বাসে উঠে পড়ুন। ভাড়া ৫৫০ টাকা। চেস্টা করববেন ১০ টার ভিতরের বাস ধরার। সকাল ৮.৩০ ও ১০.৩০ এই দুই সময়ে কাপ্তাই হতে বিলাইছড়ির লোকাল বোট ছেড়ে যায়। ১০ টার বাসে আসলেলে সহজেই ধরতে পারবেন। এখানের ট্রেইল গুলো খুব সময়সাপেক্ষ ও যথেষ্ট পরিশ্রমের তাই সকাল সকাল রওনা হয়ে যাওয়াটাই ভালো।বোটে ঊঠার আগে ফিরতি টিকেট করে নেয়া ভালো। এখান থেকে ঢাকার শেষ বাস ৮.৩০ এ ছেড়ে যায়। হালকা নাস্তা করে নৌকায় উঠে পড়ুন। একেবারে যথা সময়ে নৌকা ছেড়ে যাবে।

বোটে ভাড়া নিবে ৫৫ টাকা। আর বোট রিজার্ভ নিলে ভাড়া পড়বে ১০০০-১৫০০ টাকা(দামাদামির উউপর নির্ভরশীল)।১.৫-২ ঘন্টার মতো লাগে বিলাইছড়ি যেতে।

রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

মাত্র 2500 টাকায় ঘুরে আসুন সাগরকন্যা কুয়াকাটা

দুই দিনের প্লান করেই বেরিয়ে পড়ুন সাগরকন্যার কাছে। কুয়াকাটা দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে , দুই দিনের সব ঘুরে দেখে শেষ করতে পারবেন।

এই ট্যুর এর আমাদের সমস্ত প্লান নষ্ট করেছে সাকুরা পরিবহন। যাইহোক 13 জুলাই বৃহস্পতিবার গাবতলী থেকে সাকুরা পরিবহন এর রাত 11:15 এর গাড়ির টিকেট কাটি। আমরা ছিলাম 10 জন। সেই গাড়ি ছাড়ে রাত 3 টায়। এতক্ষনে বুঝেই গেলাম আমাদের পরের দিন পুরোটাই মাটি। যাইহোক ফেরি ঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থেকে পরের দিন ( ১৪-০৬-২০১৭ )কুয়াকাটা গিয়ে পৌঁছি বিকাল 5.30 এ। তখন আর কোথায় যাওয়ার নেই গিয়ে হোটেল বুক করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা। এর পরে রাতে বিচে গেলাম। বিচে যাওয়ার পরেই মনে হলো 2500 টাকা উসুল।

শনিবার, ২৬ আগস্ট, ২০১৭

২৮৫ টাকায় দুই ঘণ্টায় মিনি কক্সবাজার

ঢাকার খুব কাছেই নবাবগঞ্জ, দোহার উপজেলার, কার্তিকপুরে, মৈনটঘাটের অবস্থান। নগরজীবনের ব্যস্ততা ও কর্মব্যস্তময় টানা সপ্তাহ কাটানোর পর একটু প্রশান্তির  জন্য  প্রকৃতির খুব কাছ  থেকে  পদ্মা নদীর উত্তাল ঢেউ উপভোগ ও নৌকায় ভ্রমণ করতে  চাইলে  আপনি ঘুরে আসতে পারেন পরিবার, বন্ধুবান্ধবসহ  মৈনটঘাট থেকে। পদ্মার অপরূপ বিস্তীর্ণ জলরাশি এবং নদীর বুকে জেলেদের সারি সারি নৌকার  ছুটে চলা   দেখলে মনে হবে আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছেন।






মৈনটঘাটের কিছু কথা
এই মৈনটঘাটের কথা  আগে তেমন কেউ জানত না। এখন ভ্রমণপিপাসু সকল পর্যটকদের মুখে মুখে মৈনটঘাটের নাম শোনা যায়। বর্তমানে জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হয়েছে মৈনটঘাট। খুব সকালবেলা আসলে দেখতে পাবেন পদ্মার বুক থেকে সারারাত ধরে জেলেদের ধরা ইলিশ মাছসহ বিভিন্ন প্রকার মাছের বাজার। আপনি চাইলে সেই তরতাজা টাটকা মাছ কিনতেও পারবেন।
মৈনটঘাটের অপার সৌন্দর্য উপভোগ করবার উপযুক্ত সময় হলো বর্ষাকাল।তবে শুকনা মৌসুমেও এর সৌন্দর্যের কমতি নেই। চিরচেনা সেই উত্তাল পদ্মা দেখা না গেলেও এখন দেখা যাবে পদ্মা নদীর শান্ত রূপ। সন্ধ্যায় পদ্মার পাড়ে বসে সূর্যাস্ত উপভোগ করলে আপনার মৈনটঘাটে আসা সার্থক মনে হবে। মূলত এ কারণেই হয়তো অনেকে মৈনটঘাটকে মিনি কক্সবাজার বলে থাকেন।

মৈনটঘাটে কীভাবে আসবেন
ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকেই গুলিস্তান যাওয়ার সরাসরি বাস পেয়ে যাবেন। গুলিস্তানের গোলাপ শাহর মাজারের সামনে থেকে সরাসরি মৈনটঘাটের উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায় যমুনা পরিবহন। ভাড়া জনপ্রতি ৯০ টাকা । ঢাকা থেকে বাসে মৈনটঘাট যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা।
এ ছাড়া ঢাকার বাবুবাজার ব্রীজ এর গোড়া থেকে  কদমতলীর উদ্দেশে  লোকাল সিএনজি নিয়েও যাওয়া যায় । জনপ্রতি ১৮০-২০০ টাকা ভাড়া। কার্তিকপুর বাজার পর্যন্ত আসে । এরপর অটোরিকশাতে জনপ্রতি ১০ টাকা ভাড়ায় সোজা মৈনটঘাট। রিকশায় গেলে ২০ টাকা। প্রাইভেট কার বা মাইক্রো বা বাইক নিয়েও যাওয়া যাবে। এ ক্ষেত্রে বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী থেকে নবাবগঞ্জের রুট ধরে টিকরপুর-গালিমপুর হয়ে দোহারের রুটটাকে ব্যবহার করতে পারেন।
আর ব্যক্তিগত বাহন হলে তো আপনার স্বাধীন মতোই চলে যেতে পারবেন। আর যদি কেউ একেবারে ব্যাকপ্যাক ভ্রমণ করতে চান তাহলে ২০০-৩০০ টাকায়ও ঘুরে আসা সম্ভব মৈনটঘাটে থেকে। মৈনটঘাটে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো পার্কিংয়ের সুব্যবস্থা আছে।

মৈনটঘাটে যা দেখবেন
বাস বা গাড়ি থেকে মৈনটঘাটে নেমে কিছু সময় নিয়ে একটু ঘুরে নিতে পারেন মৈনটঘাটের পরিবেশ ও সৌন্দর্য পর্যবেক্ষণে। আমার মনে হয় সময়ের অভাবে যারা কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে পারেন না তাদের একবার হলেও এই জায়গায় আসা দরকার। এত সুন্দর জায়গাটার বর্ণনা লিখেও হয়তো সেভাবে বোঝানো যাবে না।
এখানে খোলা চরের নানান জায়গায় বনজ ঘাসও আছে। মনে হয় সুনিবিড় একটি স্থান। ফরিদপুরের চর ভদ্রাসনে- সময় কাটানোর পর বেশ ফ্রেশ লাগবে তাতে কোনো সন্দেহ নেই।
ঢাকার পাশে হওয়ার কারণে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। খেয়ানৌকা, ট্রলার অথবা স্পিডবোট নিয়ে বিশাল পদ্মার বুকে ভেসে বেড়াতে পারবেন আপনি। ঘাটের পাশাপাশি দেখে যেতে পারবেন নবাবগঞ্জের জজবাড়ি, উকিলবাড়ি, আনসার ক্যাম্প, খেলারাম দাতারবাড়িসহ আরও কিছু দর্শনীয় স্থান।
ঘাটে গিয়ে একটু এগোলেই দেখতে পাবেন অত্যন্ত সুন্দর ভাবে গোছানো সারি সারি নৌকা বেঁধে রাখা আছে। পদ্মার মাঝে অপার সৌন্দর্য নিয়ে জেগে ওঠা চরে যাওয়ার জন্য। মূলত জেগে ওঠা চরই আসল সৌন্দর্য। আর তাই ফরিদপুরের চর ভদ্রাসন যাওয়ার জন্য নৌকা দরদাম করে উঠে পড়ুন, এক ঘণ্টা চুক্তিতে খেয়ানৌকা ছোট ৩০০-১০০০ টাকা বা ট্রলার ৬০০-১৫০০  টাকা আর স্পিডবোট ১৮-২০ মিনিটের জন্য ২০০০ টাকা । আর ১০ মিনিটের জন্য ১০০০ টাকা। অবশ্যই দামাদামি করে নেবেন।
এ ছাড়া স্পিডবোটে মৈনটঘাট থেকে ফরিদপুরের চর ভদ্রাসন যেতে হলে জনপ্রতি ১৬০ টাকা করে গুনতে হবে। ১০ থেকে ১২ জন নিয়ে চলতে পারবে। কয়েকজন মিলে শেয়ারে ভাড়া করলে সবচেয়ে ভালো হবে।




কোথায় থাকবেন
পর্যটকদের থাকার জন্য মৈনটঘাটের আশপাশে এখনো কোনো যাত্রী ছাউনি, আবাসিক হোটেল, রিসোর্ট, বোর্ডিং তৈরি করা হয়নি। এককথায় থাকার কোনো ব্যবস্থা নেই। স্থানীয় কোনো বাসিন্দার বাড়ি ম্যানেজ করতে না পারলে দিনে এসে দিনেই ফিরে যেতে হবে। তাই ঢাকা বা দেশের যেকোনো স্থান থেকে বেড়াতে গেলে মৈনটঘাটে থাকার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।

কোথায় খাবেন
মৈনটঘাটে এসে রুপালি ইলিশ খাওয়ার স্বাদ নিতে ভুলবেন না। বেশির ভাগ মানুষেরই ইচ্ছে থাকে পদ্মার তীরে বসে পদ্মার রুপালি ইলিশ খাওয়ার। মৈনটঘাটের পাশেই বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে বা ভাতের হোটেল আছে। হোটেল গুলোর নাম হলো পদ্মা বিলাস, পদ্মা রোজ নিউ খাবার হোটেল, পদ্মা গড়াই চৌধুরী হোটেল, পদ্মা ফুড কেয়ার ফাস্টফুড অ্যান্ড মিনি চাইনিজ। এসব খাবার দোকানে বড় সাইজের রুপালি ইলিশ খেতে চাইলে আগেই অর্ডার দিতে হবে। প্রতি পিস ইলিশের দাম ৬০-৯০ টাকা, বোয়াল ৮০-১০০ টাকা, চিংড়ি ৬০-৮০ টাকা, পদ্মার নদীর বিভিন্ন ধরনের গুড়া মাছ ৬০-৯০ টাকা। প্রতি প্লেট ভাত ১০ টাকা। আর চাইলে কার্তিকপুর বাজারে শিকদার ফাস্টফুড নামক একটা খাবারের দোকানে গিয়েও খেতে পারেন এবং ঢাকা হোটেলসহ আরো কিছু ভাতের হোটেলও আছে। নৌকা জার্নির পর খাওয়াটা এককথায় অসাধারণ লাগবে।

কার্তিকপুরের ঐতিহ্যবাহী মিষ্টি খেতে ভুলবেন না, এখানকার মিষ্টি বিদেশেও পাঠায় অনেকে। কার্তিকপুর বাজারে অবস্থিত সেই ঐতিহ্যবাহী মিষ্টির দোকানের নামগুলো হলো  নিরঞ্জন মিষ্টান্নভান্ডার, মুসলিম সুইটস, রণজিৎ মিষ্টান্নভান্ডাসহ আরো কিছু মিষ্টির দোকান আছে।
রণজিৎ মিষ্টান্নভান্ডার মালিক রণজিৎদার ভাষ্যমতে তার দোকানের মিষ্টির নাম ও মিষ্টির দাম উল্লেখ করা হলো- ছানার জলসিরা রসগোল্লা ১৮০ টাকা কেজি ও প্রতি পিস ১৫ টাকা। সাধারণ রসগোল্লা ১৫০ টাকা কেজি ও প্রতি পিস ১৫ টাকা। ছানার আমিত্তি ২৫০ টাকা কেজি ও প্রতি পিস ৫০ টাকা। আমিত্তি ১২০ টাকা কেজি ও প্রতি পিস ১০ টাকা। ছানার চমচম ২০০ টাকা ও প্রতি পিস ২০ টাকা। চমচম ও কালোজাম ১৬০ টাকা কেজি ও প্রতি পিস ১৫ টাকা। ছানার বোরফি ৪০০ টাকা কেজি ও প্রতি পিস ৩০ টাকা। বালুশা ১৪০ টাকা কেজি ও প্রতি পিস ৮ টাকা। জিলাপি ১০০ টাকা কেজি। রসমালাই ৩০০ টাকা কেজি। দই ১৪০ টাকা কেজি। আপনি চাইলে আসার সময় এসব ঐতিহ্যবাহী মিষ্টি কিনে আনতে পারেন।

যেভাবে ঢাকায় আসবেন
ঢাকা থেকে অনায়াসেই দিনে গিয়ে দিনেই আবার ফিরে আসা যাবে মৈনটঘাট থেকে। মৈনটঘাট থেকে ঢাকার উদ্দেশে শেষ বাসটি ছেড়ে যায় সন্ধ্যা ৬টায়। যদি আপনি ৬টায় বাসে চড়েন রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঢাকায় ফিরে যেতে পারবেন।

সতর্কতা
মৈনটঘাট এখন যথেষ্ট কোলাহলময়। তবে হ্যাঁ এখানে  ছিনতাই হওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা কম। তবুও সতর্কভাবে থাকাই ভালো। সাঁতার না জানলে গোসল করার সময় বেশি গভীর পানিতে যাবেন না। খাবারের প্যাকেট অথবা সিগারেট প্যাকেট, পানির বোতল বা ড্রিংন্সের বোতল অথবা যেকোনো প্রকার ময়লা যেখানে সেখানে ফেলবেন না। প্রকৃতির বন্ধু পাখি মারা থেকে বিরত থাকুন। কারো সঙ্গে খারাপ আচরণ করবেন না এবং যেকোনো ধরনের সাহায্যের জন্য মৈনটঘাটের পাশেই অবস্থিত পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করতে পারেন।




১৩১০ টাকায় ঘুরে আসুন জাদুকাটা, বারিক্কা টিলা ও শিমুল বাগান





ঢাকা থেকে হানিফ/শ্যামলী/ এনা বাসে সুনামগঞ্জ (৫৫০/-)। গিয়ে ব্রিজের উপরে নামবেন ।
সুনামগঞ্জ নেমে নতুন ব্রীজের ওই পাড়ে মোটরবাইক দাঁড়িয়ে থাকে অনেক। কথা বলে বারেক টিলা নদীর এই পাড় পর্যন্ত ভাড়া নিবে ২০০ টাকা। দামাদামি করে ১৫০ তেও যাওয়া সম্ভব! একটাতে ২ জন চড়া যায়। জনপ্রতি তাহলে পরল ১০০ করে। জাদুকাটা নদীর সামনে নামিয়ে দিবে।৫ টাকা দিয়ে খেয়া অতিক্রম করে ওইপাড়ে গেলেই বারেক টিলা, যা থেকে সুন্দর পুরো জাদুকাটা নদী দেখা যায়। বারেক টিলা থেকে নেমে চায়ের দোকান আছে কিছু। তাদের জিজ্ঞেস করলেই ছবির মত সুন্দর এই শিমুল ফুলের বাগান এ যাওয়ার পথ দেখিয়ে দিবে।এরপর সেম ভাবে ব্যাক করবেন অথবা শিমুল বাগানের সামনে থেকেই বাইক পাবেন সুনামগঞ্জের ।

শনিবার, ১২ আগস্ট, ২০১৭

সুসং দুর্গাপুর / বিরিশিরি যাওয়ার সহজ উপায়

বাংলাদেশে যে কয়েকটি অনন্য বৈশিষ্ট্য সম্বলিত ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে এটি একটি । প্রত্যকের অন্তত একবার হলেও এই জায়গাটা ঘুরে আসা উচিত, দেখুন কত সব বিচিত্র ও নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের ছড়াছড়ি আমাদের দেশে ।


মাত্র ২৫০০ টাকায় ঘুরে আসলাম টাঙ্গুয়ার হাওর!

মাত্র ২৫০০ টাকায় ঘুরে আসলাম টাঙ্গুয়ার হাওর!
টাঙ্গুয়ার হাওর এমন একটি জায়গা যেখানকার সৌন্দর্য্য আসলে বলে বা লিখে প্রকাশ করা খুব কঠিন।হাওরের নীল পানি,পাহাড় আর আকাশে মেঘের খেলার যে অপরূপ মিস্রণ,তা সত্যিই অসাধারণ।সাথে নীলাদ্রি লেক,লাখমাছড়া,রাজাই ঝর্ণা,বারেকের টিলা,যাদুকাটা নদী।
আমাদের ভ্রমণ রুটঃ
ঢাকা-সুনামগঞ্জ-তাহিরপুর-টাঙ্গুয়ার হাওর-টেকেরঘাট-লাখমাছড়া-নীলাদ্রি-বাজাই ঝর্ণা-বারেকের টিলা-যাদুকাটা নদী-সুনামগঞ্জ-ঢাকা।


বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

কম টাকায় সাজেক

★২৬ তারিখ রাত এ শ্যামলি পরিবাহন এ করে খাগড়াছড়ি তে যাই আমরা ২ জন।ভাড়া-৫২০ করে।বাস ছাড়ে রাত ১১.৩০ এ কল্যাণপুর থেকে।বাস এর ড্রাইভার ছিল এক কথায় অসাধারন মানুষ।কুমিল্লা হাইওয়ে তে অনেক জ্যাম থাকার কারণে আমরা হোটেল এ ৪.৪৫ এ পৌউছাই ২০ মিনিট বিরতির পর আবার বাস ছাড়ে তারপর মাত্র ৩ ঘণ্টায় খাগড়াছড়ি তে পৌউছাই।ফেনি পার হয়ে পাহাড়ি রাস্তাই বাস যে কিভাবে টানছে বলার বাহিরে তারপর খাগড়াছড়ি যেয়ে এক হোটেল এ উঠলাম ফ্রেশ হওয়ার জন্য।তারপর সকাল ৮.৪৫ এ বের হয়ে অটো তে করে স্ট্যান্ড এ গেলাম।স্ট্যান্ড থেকে CNG তে করে দিগিনালা গেলাম।ভাড়া-৫০ টাকা।দিগিনালা থেকে সাজেক বাইক এ গেলাম ১৩০০ টাকা লাগসে।পার পারসন:৬৫০ করে।আমরা Escort ৩ মিনিট এর জন্য মিস করেছি😂। তাই বাগাইহাত নেমে নাস্তা করলাম।৩০ টাকায় পেট ভরলাম।আবার যাওয়ার পথ এ মাসালাং নামলাম,ছবি তুল্লাম ইত্যাদি তারপর আবার সাজেক এর পথ এ।১২.৪৫ এ সাজেক পৌউছালাম।