মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

জিন্দা পার্ক

কম খরচ এবং কম সময়ের মধ্যে ঘুরে আসার জন্য পারফেক্ট জায়গা।আমার মত যারা শহুরে পরিবেশের সাথে অভ্যস্ত তাদের যায়গাটা ভালো লাগবে।
জিন্দা পার্ক ডুকতে হলে ১০০ টাকা দিয়ে টিকিট নিতে হবে। সেখানে মাটির ঘর, পুকুর, বিভিন্ন ফল ফুল এর গাছ, মসজিদ, স্কুল-কলেজ, লাইব্রেরী সব কিছুই পাবেন।



বিভাবে যাবেন জিন্দা পার্ক -

যেকোন জায়গা থেকে কুড়িল বা ৩০০ ফিট, ৩০০ ফিট থেকে সি এন জি বা অটোতে করে জিন্দা পার্ক। (৩০০/৪০০ টাকা)
অথবা ৩০০ ফিট কাজি ফুড আইল্যান্ড এর সামনে থেকে জিন্দা পার্ক অটোতে ২০০/২৫০ টাকা নিবে (৬/৭ জন এর গ্রুপ গেলে জনপ্রতি খরচ কম পরে)
খাওয়া -
খাওয়ার জন্য পার্কের ভিতর হোটেল আছে। ( ভাত/ভাজি/ডাল/মাংস) ২০০/২৫০ টাকা
তবে পার্কে ঘুরা শেষে ৩০০ ফিট এসে খেলে ভালো হয়। ৩০০ ফিটে খাওয়া ভালো + খরচ কম হবে।
আর বাহিরে থেকে খাবার নিয়ে পার্কে যেতে চাইলে অতিরিক্ত ২৫/- ( জন প্রতি) দিতে হবে।
আসা যাওয়া ও খাওয়া দাওয়া সহ আমাদের পার পারসন ৪০০/- করে খরচ হয়েছে।
নিরাপত্তা-
আমি ২ বার সেখানে যেয়ে কোন ঝামেলায় পড়ি নি।
পরিচিত যারা গিয়েছে তাদের সাথেও কিছু হয় নি। অন্তন পার্কের ভিতর কোন ধরনের সমস্যায় পড়বেন না তার নিশ্চয়তা দেয়া যায় :)।
বি. দ্র.
১। পুকুরে নামার আগে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিবেন।
২। যেহেতু সেখানে মানুষ থাকে & স্কুল কলেজ আছে তাই বেশী হৈহুল্লর না করা বেটার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন