বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

কম টাকায় সাজেক

★২৬ তারিখ রাত এ শ্যামলি পরিবাহন এ করে খাগড়াছড়ি তে যাই আমরা ২ জন।ভাড়া-৫২০ করে।বাস ছাড়ে রাত ১১.৩০ এ কল্যাণপুর থেকে।বাস এর ড্রাইভার ছিল এক কথায় অসাধারন মানুষ।কুমিল্লা হাইওয়ে তে অনেক জ্যাম থাকার কারণে আমরা হোটেল এ ৪.৪৫ এ পৌউছাই ২০ মিনিট বিরতির পর আবার বাস ছাড়ে তারপর মাত্র ৩ ঘণ্টায় খাগড়াছড়ি তে পৌউছাই।ফেনি পার হয়ে পাহাড়ি রাস্তাই বাস যে কিভাবে টানছে বলার বাহিরে তারপর খাগড়াছড়ি যেয়ে এক হোটেল এ উঠলাম ফ্রেশ হওয়ার জন্য।তারপর সকাল ৮.৪৫ এ বের হয়ে অটো তে করে স্ট্যান্ড এ গেলাম।স্ট্যান্ড থেকে CNG তে করে দিগিনালা গেলাম।ভাড়া-৫০ টাকা।দিগিনালা থেকে সাজেক বাইক এ গেলাম ১৩০০ টাকা লাগসে।পার পারসন:৬৫০ করে।আমরা Escort ৩ মিনিট এর জন্য মিস করেছি😂। তাই বাগাইহাত নেমে নাস্তা করলাম।৩০ টাকায় পেট ভরলাম।আবার যাওয়ার পথ এ মাসালাং নামলাম,ছবি তুল্লাম ইত্যাদি তারপর আবার সাজেক এর পথ এ।১২.৪৫ এ সাজেক পৌউছালাম।



★এখন হোটেল খোজার পালা প্লান ছিল পাহাড়ি দের বাসায় থাকা কিন্তু এত সুন্দর হোটেল গুলা দেখে মাথা ঠিক থাকল নাহ।হোটেল খুজতে থাকলাম কম দাম এ।কিন্ত অনেক দাম চায় ওরা সব গুলাই ২৫০০ করে চায়।পরে নতুন একটা হোটেল দেখলাম নাম মেঘালয়।রুম আর বারান্দা দেখে মাথা টা হ্যাং হয়ে গেল😂 দাম চাইল ২৫০০ এর কম এ দিবেই না পরে ১০ মিনিট ধরে দামাদামি করতে করতে ১৩০০ তে পাইসি(কেউ হোটেল আর বারান্দার পিক দেখতে চাইলে দেখাব)।একদম নতুন হোটেল ২ তারিখ থেকে চালু হয়েছে।

★সাজেক এর সবচাইতে বাজে জিনিস হল ওদের রান্না টা।দাম ঠিক এই বেশি নেয় বাট রান্না খুব এই বাজে হয়।১০০ টাকা করে ডাল,ভাত,সবজি,ডিম।আর সকালের নাস্তা রুটি আর ডিম।ভাজি টা মজা নাহ।

*বিকাল এ ফ্রেশ হয়ে ঘুরতে বের হলাম কলাংক পারার দিকে গেলাম খুব এই সুন্দর এলাকা ২০০০+ ফিট may be।এইভাবেই রাত টা কাটিয়ে দিলাম।পাহাড়ি দের সাথে আড্ডা ও দিলাম খুব ভাল মানুষ ওরা।রাত এর খাবার টা মেঘালয় এই খেয়ে নিলাম।ম্যানেজার পাবেল চাকমা খুব এই মজার মানুষ,জাওরামি তে expert😁।রাত ১২ টার পর্যন্ত আড্ডা দেই তাদের সাথে।আড্ডা শেষে উনার একটা অফার
শুনে খুব খুশি হলাম।অফার টা হল উনার মামা বাইক এখন উনার কাছে তাই আমাদের ঘুরাইতে বলছে পুরা সাজেক টা কিন্ত আফসোস কেও বাইক চালাইতে পারি নাহ😭

★আসার সময় escort এই আসছি দিগিনালা তারপর চাঁদের গাড়ির ছাদে করে খাগড়াছড়ি আসলাম।পরে ২.৩০ এর বাস এ ঢাকায়।
মেঘ দেখতে হলে খুব সকাল এ ঘুম থেকে উঠটে হবে

★যারা আরও কম টাকায় সাজেক যেতে চান তাদের জন্য ও পরে লেখব।
আমাদের ২৬০০ মত গিয়েছে খুব এই রিলাক্স ট্রিপ দিয়েছি।

★একটা কথা অনেকেই বাইক এ যাওয়া কে রিস্ক বলেন এই কথার মানে খুজে পেলাম নাহ কারণ ১% রিস্ক আমার চোখে পরে নাই।ড্রাইভার জোস চালাইসে চাদের গাড়ি থেকেও মজা অনেক বাইক এ

লিখেছেন -Nafizul Saad

https://www.facebook.com/groups/175674239509141/permalink/230053977404500/ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন