শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭

বঙ্গবন্ধু নভোথিয়েটার- ঢাকা

বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শহর এবং বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা যার গোড়াপত্তন হয়েছিল খ্রিস্টিয় ৭ম শতক থেকে। প্রাচীন শহর হওয়ার কালের বিবর্তনে বিভিন্ন শসনামলে এই ঢাকায় গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা তথা বিনোদন কেন্দ্র। তাছাড়া বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা হওয়াতে এখানে গড়ে উঠেছে আধুনিক সব বিনোদন কেন্দ্র যার জন্য দেশি-বিদেশীর পর্যটকে মুখড়িত থাকে এ ঢাকা। মোট কথা ঢাকা হচ্ছে বাংলাদেশ ভ্রমনের কেন্দ্রবিন্দু।

বঙ্গবন্ধু নভোথিয়েটার- ঢাকা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বা ভাসানী নভো থিয়েটার বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরনিতে অবস্থিত একটি স্থাপনা। এখানে নভোমন্ডল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং নভো মন্ডলের ধারণা পাওয়ার জন্য কৃত্রিম নভোমন্ডল তৈরি করা আছে।


স্থপতি আলী ইমাম এই নভো থিয়েটারটির নকশা প্রণয়ন করেন।
বঙ্গবন্ধু নভোথিয়েটার ২০০২ সাল থেকে দর্শণার্থীদের জন্য উন্মূক্ত করা হয়। থিয়েটার ভবনটি ৫ তলার মতো দেখতে হলেও এতে ৩ টি ফ্লোর রয়েছে। এর প্রথম তলা এবং দ্বিতীয় তলা নিয়ে থিয়েটার। এই থিয়েটারে মোট ২০০ জন দর্শক বসার ব্যবস্থা রয়েছে।

সময়সূচীঃ

শনিবার, রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবারঃ
(১০.৩০টা, ১২:০০টা, ২:০০টা, ৩.৩০টা, ৫:০০টা ও ৬.৩০টা।)
শুক্রবারঃ
১০টা, ১১.৩০টা, ২.৩০টা, ৪:০০টা, ৫.৩০টা ও ৭:০০টা।

বুধবারঃ

সাপ্তাহিক ছুটি।

প্রদর্শনীয় মূল্যঃ

থিয়েটারের সামনেই পূর্ব ও পশ্চিম পাশে দুটি করে মোট ৪টি কাউন্টার রয়েছে। থিয়েটারের টিকিট মূল্য জনপ্রতি ১০০ টাকা। তবে ২ বছরের নিচে বাচ্চার টিকিটের প্রয়োজন নেই। থিয়েটারের ভিতর একটি রাইড রয়েছে। নাম রাইড সিমুলেটর। এই রাইডে প্রতি ৫ মিনিটের জন্য ২০ টাকার টিকেট সংগ্রহ করতে হয়। মূলত শো শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব থেকে পাওয়া যায়।

বিস্তারিত জানতে  http://bangla.tourtoday.com.bd/ তে ভিজিট করুন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন